শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

জাতিসংঘে শীর্ষ পদে চাকরির অফার পেলেন এ্যাঙ্গেলা মেরকেল

জাতিসংঘে শীর্ষ পদে চাকরির অফার পেলেন এ্যাঙ্গেলা মেরকেল

জাতিসংঘে শীর্ষ পদে চাকরির অফার পেলেন এ্যাঙ্গেলা মেরকেল

বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

 

 

১১২ বার পড়া হয়েছে

প্রিয় পাঠকঃস্বয়ং জাতিসংঘের মহাসচিব আন্তেনীয় গুতারেঁস জার্মানির সাবেক চ্যান্সেলর এ্যাঙ্গেলা মেরকেলকে ‘বৈশ্বিক পাবলিক পণ্যের’ উপর উচ্চ-স্তরের উপদেষ্টা সংস্থায় শীর্ষ ভূমিকা রাখার প্রস্তাব দিয়েছেন।

জলবায়ু ও পরিবেশ রক্ষঅয় ওজন স্তর রক্ষা, নিরাপদ বিমান চলাচল ও বিশ^ বাণিজ্য নিয়ন্ত্রণে এ্যাঙ্গেলা মেরকেলের নেতৃত্ব কাজে লাগাতে চাচ্ছে জাতিসংঘ। মেরকেলকে লেখা ব্যক্তিগত এক চিঠিতে গুতারেঁস বলেন, আশা করি আপনার নেতৃত্ব পাবে জাতিসংঘ। তবে মেরকেলের কাছে চিঠিটি এখনো পৌঁছেনি।

১৬ বছর জার্মানিকে নেতৃত্ব দেওয়ার পর গত মাসে মেরকেল চ্যান্সেলরের পদ থেকে সরে দাঁড়ান। তিনি ইইউ ও দেশটির সর্বোচ্চ সময়ে নেতৃত্বে ছিলেন।

ট্যাগ :

আরো পড়ুন