মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চাইলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রাজ্জাক

ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চাইলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রাজ্জাক

ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চাইলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রাজ্জাক

বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

 

 

৬০ বার পড়া হয়েছে

প্রিয় পাঠকঃবরাবরই পাকিস্তানি ক্রিকেটাররা আলোচনা-সমালোচনায় থাকেন। কখনো ব্যক্তিজীবন নিয়ে আবার কখনো ২২ গজের ভেতর তারা আলোচনার তুঙ্গে থাকতে পছন্দ করেন। বিশ্বকাপে দলের ব্যর্থতা নিয়ে কঠোর সমালোচনা করছেন পাকিস্তানের সাবেক অনেক তারকা ক্রিকেটার। এবার দলের ব্যর্থতা নিয়ে বেশ সরব ছিলেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আবদুল রাজ্জাক। কদিন আগেই বাবর আজমসহ কয়েকজন খেলোয়াড়কে নিয়ে সমালোচনা করেন রাজ্জাক। এরপরই জড়ালেন নতুন বিতর্কে। সম্প্রতি বিশ্বকাপে নিজ দেশের ব্যর্থতা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমালোচনা করেন তিনি। সংবাদমাধ্যমে পিসিবি প্রসঙ্গে কথা বলতে জড়িয়ে ফেলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে। বলিউড তারকাকে সমালোচনায় টেনে এনে কথা বলতেই বিপাকে পড়েন রাজ্জাক। তাৎক্ষণিক সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শুরু হয় সমালোচনা ও কটাক্ষ।

ফলে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হন পাকিস্তানের সাবেক এই তারকা খেলোয়াড়। রাজ্জাক এক ভিডিও বার্তায় বলেন, আমি আবদুল রাজ্জাক। সম্প্রতি সংবাদমাধ্যমে ক্রিকেট কোচিং ও এর উদ্দেশ্য নিয়ে আমি কথা বলছিলাম। তখন ভুল করে ঐশ্বরিয়ার নাম বলেছি। ব্যক্তিগতভাবে তার কাছে আমি ক্ষমাপ্রার্থী। আসলে কাউকে আঘাত করা উদ্দেশ্য ছিল না আমার। ওই সময় আমার অন্য কোনো উদাহরণ ব্যবহার করা উচিত ছিল। এর আগে এই অলরাউন্ডার পিসিবি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে নিজেদের দলের পারফরম্যান্স নিয়ে কথা বলেন। ক্রিকেটারদের ভালোভাবে গড়ে তুলতে কোচিংয়ের প্রতি পিসিবিকে আরও উদ্যোগী হওয়া নিয়ে কথা বলছিলেন রাজ্জাক। রাজ্জাক ক্রিকেট বোর্ডের সমালোচনার সময় ঐশ্বরিয়াকে টেনে বলেন, আপনি যদি মনে করেন ঐশ্বরিয়াকে বিয়ে করে ভালো ও ধার্মিক সন্তানের জন্ম দেবেন, সেটা কখনো সম্ভব হবে না। প্রথমে নিজের মানসিকতা ঠিক করতে হবে। আমি কী চাই, সেটা বুঝতে হবে। এমনটা না হলে ভালো ক্রিকেটারও তৈরি হবে না, পাকিস্তানও জয় লাভ করতে পারবে না। এদিকে রাজ্জাক যখন সমালোচনা করছিলেন ওই সময় তার দুই পাশে ছিলেন পাকিস্তানি সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি ও উমর গুল।

ট্যাগ :

আরো পড়ুন