শুক্রবার, ১৭ মে ২০২৪

পাকিস্তানিরাও এখন চায় বাংলাদেশের মতো হতে

পাকিস্তানিরাও এখন চায় বাংলাদেশের মতো হতে

পাকিস্তানিরাও এখন চায় বাংলাদেশের মতো হতে

বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

 

 

৪৬ বার পড়া হয়েছে

প্রিয় পাঠকঃপাকিস্তানিরাও এখন তাদের দেশকে বাংলাদেশের মতো দেখতে চান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘পাকিস্তানিরা যে বাংলাদেশকে বলেছিল বোঝা, সেই পাকিস্তানিরাই আজ বলে তাদের বাংলাদেশের মতো বানিয়ে দিতে। ’

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এ কথা বলেন শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা সভা। শেখ হাসিনার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন দলের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা।

প্রতিবার নির্বাচনের আগে চক্রান্ত-ষড়যন্ত্র শুরু হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এবারও দেশের নির্বাচন নিয়ে চক্রান্ত- ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।

আওয়ামী লীগ একটানা তিনবার রাষ্ট্র ক্ষমতায় থাকায় দেশে গণতন্ত্র চর্চা রয়েছে বলে এ সময় মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, একটানা ১৫ বছর সরকার ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন দৃশ্যমান হয়েছে। দেশের প্রান্তিক পর্যায়ের মানুষেরও নাগরিক সুবিধা নিশ্চিত হয়েছে। বাংলাদেশ আজ বদলে যাওয়া দেশ।

ট্যাগ :

আরো পড়ুন