শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

২০২১ সালে ২৪ সাংবাদিক খুন

২০২১ সালে ২৪ সাংবাদিক খুন

২০২১ সালে ২৪ সাংবাদিক খুন

বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

 

 

১৪৩ বার পড়া হয়েছে

প্রিয় পাঠকঃপেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিশ্বে শত শত সাংবাদিক হামলা ও মামলার শিকার হয়েছেন। তবে চলতি বছরে বিশ্বে ২৪ জন সাংবাদিক খুন হয়েছেন আর কারাগারে গেছেন ২৯৩ জন।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) ২০২১ সালে সাংবাদিক নিয়ে এ তথ্য প্রকাশ করেছে। জেলে যাওয়ার ঘটনা নতুন রেকর্ড।

সংগঠনটি জানায়, ২০২১ সালে সাংবাদিক নির্যাতন সবচেয়ে বেশি হয়েছে চীনে। ২০২০ সালে কারাবন্দি সাংবাদিকের সংখ্যা ছিল ২৮০ জন। চলতি বছর পোশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিশ্বে হত্যাকাণ্ডের শিকার হন ২৪ জন। আর কারাবন্দি হয়েছেন ২৯৩ সাংবাদিক।

সিপিজের নির্বাহী পরিচালক জোয়েল সিমন বলেন, সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের কারারুদ্ধ করা একটি কর্তৃত্ববাদী শাসনের বৈশিষ্ট্য। এটি খুবই ভয়ঙ্কর যে মিয়ানমার এবং ইথিওপিয়া নির্মমভাবে সংবাদপত্রের স্বাধীনতার দরজা বন্ধ করে দিয়েছে।

ট্যাগ :

আরো পড়ুন