শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

হাসান আজিজুল হকের অবস্থা সংকটাপন্ন

হাসান আজিজুল হকের অবস্থা সংকটাপন্ন

হাসান আজিজুল হকের অবস্থা সংকটাপন্ন

শনিবার, ২১ আগস্ট, ২০২১

 

 

২১৬ বার পড়া হয়েছে

প্রিয় পাঠকঃ প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে শনিবার (২১ আগস্ট) সকালে ঢাকায় আনা হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন। তাকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। হাসান আজিজুল হককে ছেলে ইমতিয়াজ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

ইমতিয়াজ হাসান বলেন, ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স তার বাবার প্রধান সমস্যা। এছাড়া হার্টের সমস্যা আছে। পড়ে গিয়ে তিনি কোমরেও আঘাত পেয়েছিলেন। সঙ্গে আছে ডায়াবেটিস। এখন তার শারীরিক অবস্থা খারাপ। বাসায় অন্তত সাতজন চিকিৎসক তাকে চিকিৎসা দিচ্ছিলেন।

বাথরুমে পড়ে আহত হওয়ার পর প্রায় এক মাস ধরে বিছানায় রয়েছেন হাসান আজিজুল হক। তিনি কাউকে চিনতে পারছেন না।
হাসান আজিজুল হক ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে জন্মগ্রহণ করেন। জীবনের অধিকাংশ সময় তিনি রাজশাহীতে কাটিয়েছেন।

ট্যাগ :

আরো পড়ুন