শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

সংসদে ওয়াই-ফাই পাসওয়ার্ড ‘জয় বাংলা’

সংসদে ওয়াই-ফাই পাসওয়ার্ড ‘জয় বাংলা’

সংসদে ওয়াই-ফাই পাসওয়ার্ড ‘জয় বাংলা’

মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

 

 

১৮৩ বার পড়া হয়েছে

প্রিয় পাঠকঃজাতীয় সংসদের সভাকক্ষে মুঠোফোনের নেটওয়ার্ক না পেয়ে বাইরে গিয়েছিলেন বিএনপির সংরক্ষিত আসনের সাংসদ রুমিন ফারহানা। এর পরই সংসদকক্ষে ফিরে এসে আইনমন্ত্রী আনিসুল হকের টিপ্পনীর মুখে পড়েন তিনি। মঙ্গলবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে ‘বিরোধীদলীয় নেতা ও উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল-২০২১’ পাসের আলোচনার সময় এ ঘটনা ঘটে।

বিলটির আলোচনায় অংশ নিয়ে রুমিন জানান ,‘থ্রি–জি, ফোর–জি, ফাইভ–জির কথা শুনি। কিন্তু সংসদে নেটওয়ার্ক থাকে না মাননীয় স্পিকার।’

রুমিন জানান, তিনি ফৌজদারি কার্যবিধি মুঠোফোনে দেখতে চেয়েছিলেন। কিন্তু সংসদকক্ষে নেটওয়ার্ক না থাকায় তা দেখা যাচ্ছিল না। এ কারণে তিনি বাইরে গিয়েছিলেন।

পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী রুমিনকে সংসদের ওয়াইফাই ব্যবহার করার পরামর্শ দেন। স্পিকার বলেন, ‘ওয়াইফাই কানেক্ট করার চেষ্টা করুন। এখানে ওয়াইফাই থাকার কথা।’

পরে আইনমন্ত্রী বক্তব্য দিতে ওঠেন। তিনি রুমিনের উদ্দেশে অনেকটা হাস্যরস করে বলেন, ‘ওয়াইফাইয়ের কোড জয় বাংলা। এ জন্য উনি (রুমিন) তা ব্যবহার করবেন না বলে শুনলাম।’

ট্যাগ :

আরো পড়ুন