বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

বিজয়ের সুবর্ণজয়ন্তীঃঅপমানিত হেনরি কিসিঞ্জার

বিজয়ের সুবর্ণজয়ন্তীঃঅপমানিত হেনরি কিসিঞ্জার

বিজয়ের সুবর্ণজয়ন্তীঃঅপমানিত হেনরি কিসিঞ্জার

বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১

 

 

২৫৫ বার পড়া হয়েছে

আশরাফ আহমেদঃ
যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক হেনরি কিসিঞ্জার জীবিত থাকলে নির্ঘাত অপমানিত বোধ করতেন কিংবা ঈর্ষান্তিত হতেন।তার তথাকথিত সেই ‘বটমলেস বাস্কেট’-এর দেশ স্বাধীনতার ৫০ বছরে এসে সক্ষমতার এক অনন্য উচ্চতায় দাঁড়িয়ে।উত্তরণের সোনালী দিগন্ত ছোঁয়ার অপেক্ষায় লাল সবুজের এই বাংলাদেশ।

মানব উন্নয়ন সূচকের প্রায় সব সেক্টরেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।পেছনে ফেলে এসেছে কিসিঞ্জারের সাধের পাকিস্তানকে।অর্থনীতির আগামী দিনের ইমার্জিং টাইগার হতে চলেছে রয়েল বেংগল টাইগারের এই বাংলাদেশ। ১৯৭১ সালে ১২৯ ডলারে শুরু করা বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় দুই হাজার ৫৫৪ ডলার। বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪ হাজার ৬০০ কোটি ডলার।

আজ ১৬ ডিসেম্বর। তিরিশ লাখ শহীদ ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমহানির মধ্যদিয়ে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর দৃঢ়চেতা যে বাঙালি স্বাধীনতা ছিনিয়ে এনেছে, সে স্বাধীনতার আজ পঞ্চাশ বছর। আজ থেকে অর্ধশত বছর পূর্বে পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি প্রথম মুক্ত বাতাসে প্রথম নিঃশ্বাস ছাড়ে।বিশ্ব মানচিত্রে স্থান দখল করে ব-দ্বীপ বাংলাদেশ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন ভূখণ্ডের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলায় উদিত হয় নতুন সূর্য।

জাতি আজ কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে দেশের বীর সন্তানদের।২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করার পর এ বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে বাংলাদেশ।

ট্যাগ :

আরো পড়ুন