শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

বাংলার সমৃদ্ধির ২৮ নাবিকের পরিচয় মিলেছে:নেয়া হচ্ছে বাংকারে, জাহাজ পরিত্যক্ত ঘোষণা

বাংলার সমৃদ্ধির ২৮ নাবিকের পরিচয় মিলেছে,ফিরিয়ে আনার চেষ্টা

বাংলার সমৃদ্ধির ২৮ নাবিকের পরিচয় মিলেছে,ফিরিয়ে আনার চেষ্টা

বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

 

 

১৬৪ বার পড়া হয়েছে

প্রিয় পাঠকঃইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলার শিকার বাংলাদেশি পণ্যবাহী ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের নাবিকদের নিরাপদে সেখান থেকে ফিরিয়ে আনার জোর চেষ্টা চলছে। ইতোমধ্যে সরকারের প্রশাসন যন্ত্র কাজ শুরু করেছে।পোল্যান্ড দূতাবাস সক্রিয় রয়েছে।বাংলাদেশ শিপিং কর্পোরেশেনও সর্বাত্মক নজরদারি করছে বলে জানা গেছে।

ইউক্রেনের অলিভিয়া বন্দরে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত বাংলার সমৃদ্ধি জাহাজ থেকে ২৮ নাবিক-ক্রুকে সরিয়ে নিতে কাজ শুরু করেছে পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস।

নাবিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে অলিভিয়া বন্দর সায় দিয়েছে। খুব দ্রুত তারা জাহাজের নাবিক-ক্রুদের টাগবোটের মাধ্যমে জেটিতে নিয়ে আসবে। এরপর নিরাপদে বাংকারে পৌঁছে দেবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এসব তথ্য জানান পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি তৌহিদ ইমাম।তিনি বলেন, ‘আমরা অলিভিয়া বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা নাবিকদের জরুরি ভিত্তিতে নিরাপদে বাংকারে সরিয়ে নিতে সায় দিয়েছে। প্রসেস শুরু হয়ে গেছে। তবে কোথায় নিয়ে যাওয়া হবে সে বিষয়টি নিশ্চিত করে বলতে পারছি না।’

ফার্স্ট সেক্রেটারি তৌহিদ ইমাম জানান, নাবিক-ক্রুদের পাশাপাশি হাদিসুর রহমানের মরদেহ মর্গে নেয়ার ব্যবস্থা করা হয়েছে।

ইতোমধ্যে ২৮ নাবিক ও ক্রু’র নাম-পরিচয় জানা গেছে। তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে চেষ্টা চলছে।

বিএসসি কার্যালয় সূত্রে জানা যায়, ইউক্রেনে অবস্থান করা ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে ২৯ জন নাবিক-ক্রু ছিলেন। এর মধ্যে প্রকৌশলী হাদিসুর রহমান আরিফ মারা গেছেন। জাহাজের মাস্টার হিসেবে রয়েছেন জি এম নূর-ই আলম। সহকারী মাস্টার হিসেবে আছেন মো. মনসুরুল আমিন খান।

জাহাজে থাকা অন্যরা হলেন- সেলিম মিয়া, রমা কৃষ্ণ বিশ্বাস, মো. রোকনুজ্জামান রাজিব, ফারিয়াতুল জান্নাত তুলি, ফয়সাল আহমেদ সেতু, মোহাম্মদ ওমর ফারুক, সৈয়দ আসিফুল ইসলাম, রবিউল আউয়াল, সালমান সরওয়ার সামি, ফারজানা ইসলাম মৌ, মো. শেখ সাদি, মো. মাসুদুর রহমান, মো. জামাল হোসাইন, মোহাম্মদ হানিফ, মো. আমিনুর ইসলাম, মো. মহিন উদ্দিন, হোসাইন মোহাম্মদ রাকিব, সাজ্জাদ ইবনে আলম, নাজমুল উদ্দিন, মো. নজরুল ইসলাম, সরওয়ার হোসাইন, মো. মাসুম বিল্লাহ, মোহাম্মদ হোসাইন, মো. শফিকুর রহমান, মো. আতিকুর রহমান ও মোহাম্মদ সাইফ উদ্দিন।

এর আগে অলভিয়া বন্দরে নোঙর করা বিএসসির জাহাজ ‘বাংলার সমৃদ্ধিতে’ রকেট হামলায় থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। জাহাজের বাকি ২৮ জন নাবিক ও ক্রু অক্ষত আছেন। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নির্বাহী পরিচালক পীযূষ দত্ত।

পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস থেকে বাংলার সমৃদ্ধি জাহাজের নাবিক ও ক্রুদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ফলে তাদের নিরাপদে সরিয়ে নেয়ার অনিশ্চয়তা কাটছে বলে জানিয়েছেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি তৌহিদ ইমাম।

বাংলাদেশ শিপিং করপোরেশনও বিষয়টি নিয়ে কাজ করছে।বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক (শিপ পার্সোনেল) ক্যাপ্টেন আমির মো. আবু সুফিয়ান বলেন, ‘ইউক্রেন সময় বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে জাহাজের ২৮ নাবিক ক্রুদের জেটিতে নিয়ে আসার উদ্যোগ নেয়া হয়েছে। এ ক্ষেত্রে আমরা পোল্যান্ড অ্যাম্বাসির কনফার্মেশন পেতে চাই। তারা আমাদের নাবিক ক্রুদের সেফটি-সিকিউরিটি নিশ্চিত করবে।

ট্যাগ :

আরো পড়ুন