শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

নির্বাচনী সহিংসতায় আমবাগানে যুবকের মৃত্যু

নির্বাচনী সহিংসতায় আমবাগানে যুবকের মৃত্যু

নির্বাচনী সহিংসতায় আমবাগানে যুবকের মৃত্যু

বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

 

 

২০০ বার পড়া হয়েছে

প্রিয় পাঠকঃনগরের ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের আমবাগান এলাকায় নির্বাচনি সহিংসতার সময় গুলিতে আলাউদ্দিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আমবাগান ইউসেপ টেকনিক্যাল স্কুল কেন্দ্রে এ সহিংসতার ঘটনা ঘটে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান বলেন, আমবাগান থেকে নির্বাচনি সহিংসতায় গুলিবিদ্ধ এক যুবককে হাসপাতালে আনা হলে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
খুলশি থানার ওসি (তদন্ত) আফতাব আহমেদ বলেন, ‘আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আলাউদ্দিন নামে একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আমরা ঘটনাস্থলে আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।’
১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের ঝাউতলা এলাকায় নিহত ভোটারের নাম আলাউদ্দিন (২৫)। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী মাহমুদুর রহমানের কর্মী।
সকাল সাড়ে ৯টার দিকে ঝাউতলার ইউসেফ আমবাগান স্কুল কেন্দ্রে আধিপত্য বিস্তারের জেরে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী ওয়াসিম চৌধুরীর অনুসারী সোলাইমান নামে এক কর্মীর ছোঁড়া গুলিতে প্রাণ হারান আলাউদ্দিন। এই হত্যার পর ঝাউতলা এলাকায় রেল লাইন অবরোধ করে রেখেছেন মাহমুদুরের সমর্থকরা। এসময় কেন্দ্রের বাইরে একটি মোটর সাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

ট্যাগ :

আরো পড়ুন