শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

দেশে মাংকিপক্সে আক্রান্ত কেউ নেই,দাবী স্বাস্থ্য মন্ত্রণালয়ের

দেশে মাংকিপক্সে আক্রান্ত কেউ নেই,দাবী স্বাস্থ্য মন্ত্রণালয়ের

দেশে মাংকিপক্সে আক্রান্ত কেউ নেই,দাবী স্বাস্থ্য মন্ত্রণালয়ের

মঙ্গলবার, ৭ জুন, ২০২২

 

 

১০১ বার পড়া হয়েছে

প্রিয় পাঠকঃদেশে এই মুহূর্তে মাংকিপক্স আক্রান্ত কোনও রোগী নেই বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার (৭ জুন) মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধানের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সামাজিক মাধ্যমসহ বেশকিছু অনলাইন ও ইলেকট্রনিক সংবাদ মাধ্যমে ‘দেশে বিদেশি এক নাগরিকের দেহে মাংকিপক্সের অস্তিত্ব পাওয়া গেছে’ সংক্রান্ত যে তথ্যটি প্রচার হচ্ছে তা সঠিক নয়। দেশে মাংকিপক্সে এখন পর্যন্ত কেউ আক্রান্ত হননি। আক্রান্তের ঘটনা ঘটলে তা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আগত তুরস্কের এক নাগরিকের শরীরে মাংকিপক্সের উপসর্গ থাকার কথা সন্দেহ করা হয়। বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তারা তাকে মহাখালীর সংক্রামক ব্যধি হাসপাতালে আইসোলেট করেন। আইইডিসিআর তার নমুনা সংগ্রহ করেছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত করে বলা যাবে বলে জানিয়েছে আইইডিসিআর। তবে তাতে একটু সময় লাগবে।

ট্যাগ :

আরো পড়ুন