শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

জিল্লুর হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ৬ জনের যাবজ্জীবন

১০ লাখ টাকা আত্মসাতে এক যুগ পর দুই কর্মকর্তার সাজা

১০ লাখ টাকা আত্মসাতে এক যুগ পর দুই কর্মকর্তার সাজা

মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

 

 

১০১ বার পড়া হয়েছে

প্রিয় পাঠকঃচট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার জিল্লুর ভাণ্ডারি হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম আদালত এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২১ জানুয়ারি রাঙ্গুনিয়া থানার রানীরহাট প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে কিছু দুষ্কৃতকারী জিল্লুর ভাণ্ডারীকে গুলি করে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় ভাণ্ডারীর ছোট ভাই মোহাম্মদ আজিম উদ্দিন রাঙ্গুনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৬ সালের ৯ অক্টোবর ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

২০১৯ সালের ২৮ মে ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার অভিযোগপত্রে মোট ২৫ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

ট্যাগ :

আরো পড়ুন