শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

চাঁদের গাড়ির ধাক্কায় দুই স্কুলছাত্রী নিহত: প্রতিবাদে সড়ক অবরোধ

ফটিকছড়িতে দুই ছাত্রীর মৃত্যুর ঘটনায় টিআই-সার্জেন্ট ক্লোজড, মামলা

ফটিকছড়িতে দুই ছাত্রীর মৃত্যুর ঘটনায় টিআই-সার্জেন্ট ক্লোজড, মামলা

বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

 

 

১৩৪ বার পড়া হয়েছে

প্রিয় পাঠকঃ চট্টগ্রামের ফটিকছড়ির পেলাগাজীর দিঘী এলাকায় চাঁদের গাড়ির ধাক্কায় দুই স্কুলছাত্রী নিহতের ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করা হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১টার সময় ওই দুর্ঘটনা ঘটে। নিহত দুই স্কুলছাত্রী হচ্ছে মিতু আক্তার (১৬) ও মিঠা মনি (১৮)।

অ্যাসাইনমেন্ট জমা দিয়ে আসার সময় তাদেরকে চাঁদের গাড়ি ধাক্কা দিলে তারা ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে।

এদিকে ঘটনার পর চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কটি অবরোধ করে স্থানীয় জনসাধারন। অবরোধকারীরা একটি মোরটসাইকেলও জ্বালিয়ে দিয়েছেন।

নিহত দুইজন স্থানীয় হাইদচকিয়া উচ্চবিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে। এ ঘটনায় একই স্কুলের আরও একজন ছাত্রী গুরুতর আহত হন। তার অবস্থা আশঙ্কাজনক।

ফটিকছড়ি থানার উপপরিদর্শক মো. আলমগীর বলেন, দুর্ঘটনায় দুই ছাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। দুই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

ট্যাগ :

আরো পড়ুন