শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে দুজনের মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে দুজনের মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে দুজনের মৃত্যু

সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

 

 

৬৪ বার পড়া হয়েছে

প্রিয় পাঠকঃচট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস শুক্কুর (৬০) ও রফিকুল ইসলাম (৭৩) নামের দুজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত, অন্যজন হাজতি।রবিবার (১৮ ডিসেম্বর) দেড়টা ও সোমবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর চট্টগ্রাম কেন্দ্রীয় কাগারাগের ছয় হাজতি মারা যায়।

মৃত হাজতি আব্দুস শুক্কুর নগরের চান্দগাঁও থানার দক্ষিণ মোহরার এবং রফিকুল ইসলাম ওরফে হাতকাটা রফিক হালিশহর থানার ছোটপুল এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মো. এমরান হোসেন মিঞা বলেন, রবিবার রাত ১২টা ৫৫ মিনিটে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দি আব্দুস শুক্কুর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারাগার হাসপাতালের সহকারী সার্জনের পরামর্শে উন্নত চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। আব্দুস শুক্কুর চান্দগাঁও থানার একটি মাদক মামলায় দুই বছরের দণ্ডপ্রাপ্ত ছিলেন। ২০২১ সালের ১৭ অক্টোবর তাকে চট্টগ্রাম কারাগারে পাঠান আদালত।

অন্যদিকে, শনিবার বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি রফিকুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তৃতীয় তলার মেডিসিন বিভাগে ভর্তি দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল (রোববার) বিকেলে তার মৃত্যু হয় বলে জানান ডেপুটি জেলার মনির হোসেন।

ট্যাগ :

আরো পড়ুন