শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

কর্ণফুলীতে লাইটার জাহাজডুবি

কর্ণফুলীতে লাইটার জাহাজডুবি

কর্ণফুলীতে লাইটার জাহাজডুবি

বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

 

 

১১২ বার পড়া হয়েছে

প্রিয় পাঠকঃচট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায় এমভি টিটু-৭ নামে আবুল খায়ের গ্রুপের স্ক্র্যাপবাহী একটি লাইটার জাহাজ ডুবে গেছে।বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরের দিকে পতেঙ্গা সমুদ্র সৈকতের অদূরে জাহাজটি ডুবে যায়।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, জাহাজটিতে থাকা শ্রমিকদের সবাই নিরাপদে রয়েছেন। চট্টগ্রাম বন্দরের জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। আমরা মার্কিং করে রেখেছি। সেদিকে কোনো জাহাজ যাবে না। এছাড়া নাবিকদেরও বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ নৌযান ফেডারেশনের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম জানান, আবুল খায়ের গ্রুপের স্ক্র্যাপবাহী জাহাজটি পণ্যবোঝাই করে পতেঙ্গা সমুদ্র সৈকতের অদুরে নোঙর করেছিল। দুপুরে তলা ফেটে জাহাজটিতে পানি উঠতে শুরু করে। এক পর্যায়ে জাহাজটি ডুবে যেতে শুরু করলে জাহাজের নাবিকরা স্থানীয় মাঝিদের সহায়তায় তীরে চলে আসেন।

ট্যাগ :

আরো পড়ুন