শনিবার, ১৮ মে ২০২৪

এখন পশুত্বও হারিয়ে যাচ্ছে!!

এখন পশুত্বও হারিয়ে যাচ্ছে!!

এখন পশুত্বও হারিয়ে যাচ্ছে!!

রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

 

 

১২৬ বার পড়া হয়েছে

হাসান ফেরদৌসঃ
মানুষের হাসপাতালে বানরের চিকিৎসা নিতে আসা, অতপর চিকিৎসা ও মৃত্যু নিয়ে কিছু প্রশ্ন তৈরি হয়েছে।
(১) অসুস্থ বানরটি নিজেই তিন দিন চিকিৎসা নিতে আসে মানুষের হাসপাতাল সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সে।
(২) হাসাপাতালের চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করেন চিকিৎসা দিতে। পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষনে নিয়োজিত প্রতিষ্ঠানকে তিনদিন ধরে বিষয়টি অবহিত করে ব্যবস্থা নিতে বলেন। কিন্তু তারা যথাসময়ে এলেন না! এলেন অবস্থার অবনতি ঘটার পর। এমনটাই দাবী মানুষের চিকিৎসকদের।
(৩) অতঃপর নেয়া হলো এ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় সিভাসুতে। চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টাও করেন।কিছুটা উন্নতি হয় বলে জানা যায়।
(৪) অতঃপর বানরটি পাঠানো হয় বণ্যপ্রানী সংরক্ষনের কাজে নিয়োজিতদের কাছে। বলা হচ্ছে সেখানে অবনতি ঘটে বানরের স্বাস্থ্য।
(৫) এখন প্রশ্ন হচ্ছে, বানরটিকে সুস্থ না করে কেন অসুস্থ প্রতিষ্ঠানে দেয়া হলো?
(৬) অভিযোগ উঠছে, বানরটিকে অযত্নে ফেলা রাখা হয়ে ছিল। এমনকি ওই প্রতিষ্ঠানে কোন বিশেষজ্ঞ চিকিৎসকও ছিলো না। তাহলে মানুষের চিকিৎসা নিতে আসা বানরটিকে কেন অথর্ব প্রতিষ্ঠানে হস্তান্তর করা হলো?
(৭) যারা বনের নিরীহ পশুদের সেবা দিতে পারে না তাদের কি ওই প্রতিষ্ঠানে থাকার দরকার আছে?
(৮) এটি কি একটি হত্যাকান্ড নয়? এই হত্যার দায় কার?
বনের পশুরা মানুষের কাছে নিরাপদ নয়! মানুষের কাছে চিকিৎসা নিতে আসা বানরের মৃত্যু নিয়ে কি তদন্ত হবে? দোষীরা কি সাজা পাবে?
#মানুষে মধ্যে মনুষ্যত্ব তো হারিয়ে গেছে অনেক আগেই, এখন পশুত্বও হারিয়ে যাচ্ছে!!

লেখকঃগণমাধ্যমকর্মী

ট্যাগ :

আরো পড়ুন