শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

এক বছরের মধ্যেই সর্বজনীন পেনশন চালু

এক বছরের মধ্যেই সর্বজনীন পেনশন চালু

এক বছরের মধ্যেই সর্বজনীন পেনশন চালু

বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

 

 

৩০১ বার পড়া হয়েছে

প্রিয় পাঠকঃছয় মাস থেকে এক বছরের মধ্যে চালু হচ্ছে সবার জন্য পেনশন। এমনটা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ১৮ থেকে ৫০ বছর বয়স পর্যন্ত দেশের নাগরিকরা নির্দিষ্ট অংকের চাঁদা দিয়ে ৬০ বছর বয়স হওয়ার পর মাসিক পেনশন তুলতে পারবেন। আর ৮০ বছর বয়স হওয়া পর্যন্ত সুবিধা নিতে পারবেন। বাংলাদেশি নাগরিকের জন্য সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার। বাংলাদেশের বাইরে থাকা প্রবাসী বাংলাদেশীদের জন্যও একই সুযোগ রাখা হচ্ছে। আগামী ৬ মাস থেকে এক বছরের মধ্যে এ ব্যবস্থা চালু করা সম্ভব হবে। সবাই এতে অংশগ্রহণ করতে পারবে। আর জনগণ যে টাকা দেবে, সরকার তা লাভসহ ফেরত দেবে।

তিনি বলেন, কেউ যদি ১৮ বছর বয়স থেকে মাসে ১ হাজার টাকা চাঁদা দেন, তাহলে মাসে পেনশন পাবেন ৬৪ হাজার টাকা। এজন্য একটা ফান্ড হবে এবং সেখানে বছরে যে পরিমাণ চাঁদা জমা হবে, সেই পরিমাণ অর্থ সরকার জমা দেবে।

ট্যাগ :

আরো পড়ুন