বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

ইভ্যালির রাসেল ও তার স্ত্রীর বিরুদ্ধে যশোরে মামলা

ইভ্যালির রাসেল ও তার স্ত্রীর বিরুদ্ধে যশোরে মামলা

ইভ্যালির রাসেল ও তার স্ত্রীর বিরুদ্ধে যশোরে মামলা

শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

 

 

১৩৬ বার পড়া হয়েছে

প্রিয় পাঠকঃইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিন ও সিইও মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে কোতোয়ালি থানায় জাহাঙ্গীর আলম চঞ্চল নামে এক ক্ষতিগ্রস্ত ব্যক্তি প্রতারণার অভিযোগে এ লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি ইভ্যালি থেকে অনলাইনে একটি মোটরসাইকেল কিনতে টাকা জমা দেন। দীর্ঘদিনেও মোটরসাইকেল না দেওয়ায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি।

অভিযোগে বলা হয়েছে, গত ২৯ মে ভোর রাত ৩টার দিকে ইভ্যালি থেকে এক লাখ ৩০ হাজার ১৪০ টাকা দিয়ে ভারতীয় বাজাজ কোম্পানির একটি পালসার মোটরসাইকেল ক্রয়ের জন্য ফরম পূরণ করেন। এরপর কয়েকটি কিস্তিতে টাকা পরিশোধ করেন। টাকা পরিশোধের ৪৫ কার্য দিবসের মধ্যে পণ্যটি ডেলিভারি দেওয়ার কথা ছিল। কিন্তু সাড়ে তিন মাস পার হলেও পণ্যটি ডেলিভারি দেয়নি। তাদের হটলাইন নম্বরে যোগাযোগ করা হলেও এর কোনো সমাধান পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটি তার পণ্য বুঝিয়ে না দিয়ে প্রতারণা করছে। যে কারণে তিনি এ অভিযোগ দিয়েছেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার এসআই রফিকুল ইসলাম জানান, তারা এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছেন।

ট্যাগ :

আরো পড়ুন