শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

আগামী মাস থেকেই পুরো দমে গণটিকাদান শুরু

আগামী মাস থেকেই পুরো দমে গণটিকাদান শুরু

আগামী মাস থেকেই পুরো দমে গণটিকাদান শুরু

মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

 

 

১৪৭ বার পড়া হয়েছে

প্রিয় পাঠকঃকরোনার টিকা নিয়ে সব অনিশ্চিয়তা শিগগিরই দূর হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী মাস থেকেই আবার পুরো দমে গণটিকাদান শুরুর ঘোষণাও দিয়েছেন তিনি।
জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এ ঘোষণা দেন সংসদ নেতা। জানান, সরকারের নেয়া প্রণোদনা প্যাকেজের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারের পথে আছে। এছাড়া,করোনার ধাক্কা সামলাতে, স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী কৌশল হিসেবে চার ধরণের পদক্ষেপ সরকার নিয়েছে- এ কথাও জানান তিনি ।
বাজেট অধিবেশনে নিজের বক্তব্যে শুরুতেই মহামারি সামলাতে সরকারের নেয়া নানা পদক্ষপের কথা তুলে ধরেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিন। জানান, মে মাস পর্যন্ত সরকারের নেয়া ২৩টি প্রণোদনা প্যাকেজের ৭১ শতাংশ বাস্তবায়িত হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতের গুরুত্ব দেয়া হয়েছে বাজেটে। ভ্যাকসিন কেনায় যত অর্থই লাগুক, টাকার কোন অভাব হবে না।
করোনা মহামারিতে রাজস্ব ঘাটতি নিয়েও উদ্বিগ্ন নন প্রধানমন্ত্রী- এ কথা জানিয়ে তিনি বলেন, ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাস্তবায়নের সব প্রস্তুতিই আছে সরকারের।তিনি জানান, অতিমারির মন্দার মধ্যেও বাংলাদেশের মাথাপিছু আয় বেড়েছে। শ্রীলঙ্কাকে ঋণ সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আইএমএফর কাছ থেকে নেয়া সুদানের ঋণের ৬৫ কোটি টাকার সমপরিমাণ অর্থ পরিশোধের দায়িত্বও নিয়েছে বাংলাদেশ। সবকিছু আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অর্থনীতির সুদৃঢ় অবস্থার জানান দিচ্ছে বলে মনে করেন প্রধানমন্ত্রী।

ট্যাগ :

আরো পড়ুন