শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

অস্কারে সেরা ছবি ‘নোম্যাডল্যান্ড’

অস্কারে সেরা ছবি 'নোম্যাডল্যান্ড'

অস্কারে সেরা ছবি ‘নোম্যাডল্যান্ড’

সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

 

 

২৮৭ বার পড়া হয়েছে

প্রিয় পাঠকঃচলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) ৯৩তম আসরের বিজয়ীদের নাম ঘোষণা হলো আজ। এবার সেরা ছবি হয়েছে ‘নোম্যাডল্যান্ড’। আর সেরা পরিচালক হয়ে ইতিহাস গড়লেন চীনা পরিচালক ক্লোয়ি ঝাও। দ্বিতীয় নারী পরিচালক হিসেবে অস্কার পেলেন তিনি।
‘নোম্যাডল্যান্ড’-এর গল্পটা ফার্ন নামের এক নারীকে ঘিরে। আমেরিকার মহামন্দার সময় সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন ষাটে পা দেওয়া ফার্ন। এরপর ছুটে যান পশ্চিমে। বেছে নেন এ যুগের যাযাবর জীবন। এদিকে ‘নোম্যাডল্যান্ড’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ফ্রান্সেস ম্যাকডোরমান্ড।
এ নিয়ে তিনটি অস্কার পেলেন এ অভিনেত্রী।
‘দ্য ফাদার’ ছবিতে ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতা হিসেবে অস্কার পেয়েছেন অ্যান্থনি হপকিনস। এবার এক নজরে দেখে নেওয়া যাক ৯৩তম অস্কার বিজয়ীদের তালিকা
সেরা চলচ্চিত্র: নোম্যাডল্যান্ড (ক্লোয়ি ঝাও)
সেরা অভিনেতা: অ্যান্থনি হপকিনস (দ্য ফাদার)
সেরা অভিনেত্রী: ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড (নোম্যাডল্যান্ড)
সেরা পরিচালক: ক্লোয়ি ঝাও (নোম্যাডল্যান্ড)

ট্যাগ :

আরো পড়ুন