মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল

আবারও বাড়ল এলপিজি গ্যাসের দাম

আবারও বাড়ল এলপিজি গ্যাসের দাম

সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

 

 

২৯৫ বার পড়া হয়েছে

প্রিয় পাঠকঃআন্তর্জাতিক বাজারে দাম কমে যাওয়ায় দেশের বাজারেও এলপিজির দাম কমানো হলো। ফলে ১২ কেজির প্রতি সিলিন্ডারের দাম কমল ১৫০ টাকা।

চলতি মাসের জন্য বেসরকারি পর্যায়ে মূল্য সংযোজন করসহ প্রতি কেজি এলপিজি বা সিলিন্ডার গ্যাসের দাম ১০২ টাকা ৩২ পয়সা থেকে কমিয়ে ৯৮ টাকা ১৭ পয়সা নির্ধারণ করেছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি। সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করা হয়।

কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল জানান, আজ থেকে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ২২৮ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৭৮ টাকা করা হয়েছে। সে হিসাবে প্রতি সিলিন্ডারে কমলো ১৫০ টাকা। কমিশনের ঘোষণা অনুযায়ী আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন এই দাম কার্যকর হবে।

ট্যাগ :

আরো পড়ুন