মঙ্গলবার, ৩০ মে ২০২৩

১২ কেজি এলপিজির দাম বেড়ে ১২৫৯ টাকা

১২ কেজি এলপিজির দাম বেড়ে ১২৫৯ টাকা

১২ কেজি এলপিজির দাম বেড়ে ১২৫৯ টাকা

রবিবার, ১০ অক্টোবর, ২০২১

 

 

২০৪ বার পড়া হয়েছে

প্রিয় পাঠকঃবেসরকারি খাতে ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ ১ হাজার ৩৩ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২৫৯ টাকা করা হয়েছে। রোববার টিসিবি ভবনে এক সাংবাদিক সম্মেলনে নতুন দর ঘোষণা করেছে বিইআরসি। আজ ১০ অক্টোবর থেকে এই দর কার্যকর হবে।

আর উৎপাদন পর্যায়ে ব্যয় পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম পরিবর্তন করা হয়নি। সরকারি সাড়ে ১২ কেজি এলপিজির দাম আগের ৫৯১ টাকাই থাকছে। এছাড়া গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দাম প্রতি লিটার ৫৮ টাকা ৬৮ পয়সা, যা আগে ছিল ৫০ টাকা ৫৬ পয়সা।

এর আগে গত এপ্রিলে ঘোষিত দরে এলপিজির আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতার জন্য ১২ কেজির সিলিন্ডারে মোট ৩৫৯ দশমিক ৪০ টাকা কমিশন নির্ধারণ করা হয়েছিল। এবার সেই চার্জ বাড়িয়ে ৪৪১ টাকা করা হয়েছে।

অর্থাৎ ১২ কেজি সিলিন্ডারে এবার কমিশন বাড়ানো হয়েছে ৮১ দশমিক ৬ টাকা। ডিলার এবং খুচরা বিক্রেতার কমিশন বাড়িয়ে যথাক্রমে ৩৪ ও ৩৮ টাকা করা হয়েছে। যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসে আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতা মিলে সর্বোমোট লিটার প্রতি ১৯ দশমিক ৪ টাকা কমিশন রাখা হয়েছিল। প্রতি মাসের ৭ তারিখে নতুন দর ঘোষণা করার কথা জানানো হয় সাংবাদিক সম্মেলনে।

এলপিজি তৈরির মূল উপাদান প্রপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তি মূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করেছে বিইআরসি।

সংবাদ সম্মেলনে দাম ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল। তিনি বলেন, বিশ্ববাজারে এলপিজির দাম অনেক বেড়ে গেছে। সেটিকে ধরেই দেশে যথাযথভাবে দাম সমন্বয় করা হয়েছে। অপারেটররা নিশ্চয়ই এটি কার্যকর করবেন।

ট্যাগ :

আরো পড়ুন