মঙ্গলবার, ৩০ মে ২০২৩

হেফাজতের আমীর, মহাসচিব ও যুগ্ম মহাসচিবসহ ৫৪ব্যাংক হিসাব তলব

হেফাজত নেতাদের টাকার উৎস ও লেনদেন জানতে ব্যাংক হিসাব তলব

হেফাজত নেতাদের টাকার উৎস ও লেনদেন জানতে ব্যাংক হিসাব তলব

রবিবার, ৪ এপ্রিল, ২০২১

 

 

৩৪৩ বার পড়া হয়েছে

প্রিয় পাঠকঃহেফাজতে ইসলামের আমীর জুনায়েদ বাবুনগরী, মহাসচিব ও যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ ৫৪ নেতার ব্যাংক হিসাবের তথ্য চেয়ে দেশের ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টালিজেন্ট ইউনিট, বিএফআইইউ।
মোদী বিরোধী আন্দোলনের পর ব্যাংকে কী পরিমাণ অস্বাভাবিক লেনদেন হয়েছে তা দেখতে গেল বৃহস্পতিবার তাদের হিসাব তলব করা হয়। যাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে তাদের মধ্যে সংগঠনটির জেলা পর্যায়ের নেতাও রয়েছে।
অন্যরা হলেন, হেফাজতের সহসভাপতি মুহাম্মদ মাহফুজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, মহাসচিব সৈয়দ ফয়জুল করীম, আল-হাইয়্যাতুল উলয়াও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি মাহমুদুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ।

ট্যাগ :

আরো পড়ুন