মঙ্গলবার, ৩০ মে ২০২৩

সীমান্ত বন্ধের মেয়াদ আবারও বাড়ল

সীমান্ত বন্ধের মেয়াদ আবারও বাড়ল

সীমান্ত বন্ধের মেয়াদ আবারও বাড়ল

সোমবার, ২৮ জুন, ২০২১

 

 

৩০৫ বার পড়া হয়েছে

প্রিয় পাঠকঃকরোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৪ জুলাই পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে।
সোমবার (২৮ জুন) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতিতে ভারতের সঙ্গে গত ২৬ এপ্রিল প্রথম দফায় সব স্থলসীমান্ত বন্ধ ঘোষণা করে সরকার। এরপর আরও চার দফায় ৩০ জুন পর্যন্ত সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানো হলেও আগের মতোই ভারতে চিকিৎসার জন্য অবস্থান করা বাংলাদেশি নাগরিক, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে আসছে, তারা বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরতে পারবেন। অনুমতির জন্য সেখানের বাংলাদেশ মিশনে আবেদন করতে হবে। চাপাইনবাবগঞ্জের সোনামুখী স্থলবন্দর ছাড়া যশোরের বেনাপোল, লালমনিরহাটের বুড়িমারী, দিনাজপুরের হিলি ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তারা দেশে ফিরতে পারবেন।
অন্যদিকে সীমান্ত বন্ধ থাকলেও পণ্য পরিবহন চালু থাকবে।

ট্যাগ :

আরো পড়ুন