শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

সিপিডির প্রস্তাব নাকচ করলো অর্থমন্ত্রী

সিপিডির প্রস্তাব নাকচ করলো অর্থমন্ত্রী

সিপিডির প্রস্তাব নাকচ করলো অর্থমন্ত্রী

বুধবার, ৪ আগস্ট, ২০২১

 

 

৪৩১ বার পড়া হয়েছে

প্রিয় পাঠকঃকরোনা মহামারির সময়ে রেমিট্যান্স প্রবাহ নিয়ে সংশয় প্রকাশ করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) রেমিট্যান্সে ২ শতাংশ প্রণোদনার বিষয়ে সরকারকে আরও ভাবতে হবে। একইসঙ্গে রেমিট্যান্সের টাকা বন্ডে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা উচিত।

সিপিডির এই সংশয়ের বিষয়ে বুধবার (০৪ আগস্ট) ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চ্যুয়াল সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, বৈধপথে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে ২ শতাংশ হারে নগদ প্রণোদনা অব্যাহত থাকবে। এই বিষয়ে কম বেশি হবে না। এটা আর বাড়ানো হবে না।

তিনি বলেন, গত বছর অস্বাভাবিকভাবে রেমিট্যান্স বেশি ছিল। করোনার কারণে রেমিট্যান্স কিছুটা কমেছে। তবে এই সমস্যা কেটে যাবে। লকডাউনের কারণে রপ্তানি কমেছে। সামনের দিনগুলো গ্যাপগুলো পূরণ করে কাভার করার চেষ্টা করবো। ভ্যাকসিন দেয়াই এখন অন্যতম কাজ।

ট্যাগ :

আরো পড়ুন