প্রিয় পাঠকঃচট্টগ্রাম কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে আবারো নেতৃত্বের ভার পেয়েছে আকতার-বাচ্চু-বিলু-প্যানেল। নির্বাচনে মোট ২৯টি পদ থেকে ২৬ টিতে জয় পেয়েছে এই প্যানেলের প্রার্থীরা। মাত্র ৩টি পদে জয়ী সন্তুষ্ট থাকতে হলো সায়েদুজ্জামান–সাজ্জাদ–আজিম প্যানেলকে।
বৃহস্পতিবার (১০ মার্চ) ঘোষিত ফলাফলে চট্টগ্রাম কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন একেএম আকতার হোসাইন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কাজী মাহমুদ ইমাম বিলু এবং প্রথম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আলতাফ হোসেন বাচ্চু। এছাড়া এই প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন আরো ২৩ জন।
সায়েদুজ্জামান–সাজ্জাদ–আজিম প্যানেল থেকে দ্বিতীয় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল আবছার, অর্থ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন। এছাড়া আরো একজন নির্বাচিত হয়েছেন সদস্য হিসেবে। এই প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন মাত্র তিনজন।