প্রিয় পাঠকঃজাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সিঅ্যান্ডএফ এজেন্টদের দাবি নিয়ে আলোচনার আশ্বাসে কর্মবিরতি স্থগিত করা হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) বিকালে দেশের সবচেয়ে বেশি রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউসে সিঅ্যান্ডএফ এজেন্টরা কাজ শুরু করেন।
এর আগে সকাল থেকে দুইদিনের পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছিল চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন। এর ফলে বিল অব এন্ট্রি দাখিল, শুল্কায়ন কার্যত বন্ধ হয়ে পড়ে।এ সময় সিঅ্যান্ডএফ এজেন্টরা কাস্টম হাউসের ফটকে সমাবেশ করেন।
চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম (বিলু) বলেন, সোমবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে চারটায় সিঅ্যান্ডএফ এজেন্টরা কাজ শুরু করেন।