প্রিয় পাঠকঃহত্যা মামলায় গ্রেপ্তার হওয়া চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত।
বুধবার (১২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ৬ষ্ট আদালতের দায়িত্বপ্রাপ্ত ও ৪র্থ আদালত বিচারক এম এম মোস্তাফা এই আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পিপি মফিজুল হক ভুঁইয়া জানান, রাষ্ট্রপক্ষে ৭ দিনের রিমান্ড চাওয়া হলে দীর্ঘ শুনানি শেষে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেয় আদালত।
এর আগে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় সেই এই পুলিশ কর্মকর্তাকে। চট্টগ্রাম নগরীর চন্দনাইশ থানায় এক ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তার বিরুদ্ধে এই গ্রেপ্তারি অভিযান চালানো হয়।
সাইফুল ইসলাম ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশের ৩২তম কমিশনার। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ২০তম ব্যাচের কর্মকর্তা। সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি ঢাকার মেট্রোরেল (এমআরটি)-এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
Sorry. No data so far.
Sorry. No data so far.