বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

সাবেক যুগ্মসচিবের নামে দুর্নীতির মামলা

সাবেক যুগ্মসচিবের নামে দুর্নীতির মামলা

সাবেক যুগ্মসচিবের নামে দুর্নীতির মামলা

রবিবার, ১০ অক্টোবর, ২০২১

 

 

৩২৮ বার পড়া হয়েছে

প্রিয় পাঠকঃসরকারি অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক এক যুগ্মসচিবের নামে দুর্নীতির মামলা হয়েছে। রোববার (১০ অক্টোবর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদক জানায়, সাবেক যুগ্মসচিব,ড. আশরাফুন্নেছা ২০১৮ সালের ১৩ মে থেকে ২০২০ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত আড়াই বছরে পরিবার পরিকল্পনা অধিদপ্তর, কাওরানবাজার, ঢাকায় পরিচালক পদে ছিলেন। এ সময় ক্ষমতার অপব্যবহার করে নিজে বা অন্যকে আর্থিকভাবে লাভবান করতে বাজার দরের চেয়ে বেশি মূল্যে বিভিন্ন সামগ্রী কিনে মিথ্যা ভাউচারের মাধ্যমে বিল উত্তোলন করেছেন। ডিবিসি টিভি

এভাবে তিনি সরকারি ১ কোটি ৭৬ লাখ ৬৭ হাজার ৭৫২ টাকা আত্মসাত করেছেন।যা শাস্তি যোগ্য অপরাধ। এ কারণে দুর্নীতি প্রতিরোধ আইন-১৯৪৭ এর ৫(২) ধারায় দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. সালাউদ্দিন বাদী হয়ে তার নামে রোববার একটি মামলা করেছেন।

ট্যাগ :

আরো পড়ুন