প্রিয় পাঠক:বিদায়ী বছরের ২৪ ডিসেম্বর পুঁজিবাজারে তালিকাভুক্তির মধ্য দিয়ে লেনদেন শুরু করেছে বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা। তালিকাভুক্ত হয়েই কোম্পানিটি ‘টক অব দ্য মার্কেট’-এ পরিণত হয়েছে। কোম্পানিটির তালিকাভুক্ত হওয়ার পর লেনদেন হয়েছে ১১ কার্যদিবস। প্রতি কার্যদিবসে দর বাড়তে দেখা গেছে এই কোম্পানির শেয়ারের। পাশাপাশি প্রতিদিনই দেখা গেছে এ শেয়ারের বিক্রেতার আকাল।
লটারি বিজয়ীরা মনে করছেন, এ শেয়ারের ভবিষ্যৎ আরও ভালো হবে। এরকম ভাবনা থেকে ক্রেতারাও এ শেয়ার ক্রয় করার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন। তবে বিষয়টিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে পুঁজিবাজার-সংশ্লিষ্টদের মধ্যে। বহুজাতিক কোম্পানি হিসেবে এ শেয়ার চাহিদা তুঙ্গে রয়েছে। কেউ কেউ এমন কথা বললেও অনেকেই মনে করছেন বাজারে নতুন আসা এ প্রতিষ্ঠানটির শেয়ারদর অতিমূল্যায়িত হয়ে যাচ্ছে।
২৪ ডিসেম্বর লেনদেন শুরু করে রবি আজিয়াটা। টানা ১১ কার্যদিবস দর বৃদ্ধি পেয়ে গতকাল তা স্থির হয়েছে ৫২ টাকা ৩০ পয়সায়। অন্যদিকে গতকাল এ শেয়ারের বিক্রেতা ছিল আগের চেয়ে অনেক কম। এ কোম্পানির শেয়ার লেনদেন চিত্রে দেখা যায়, লেনদেন শুরু হওয়ার অষ্টম কার্যদিবসে রবির রেকর্ড সংখ্যক শেয়ার বিক্রয় হয়। এদিন প্রতিষ্ঠানটির মোট ছয় কোটি ৫৪ লাখ ৯৮ হাজার ৭৬৪টি শেয়ার লেনদেন হতে দেখা যায়। এদিন বাজারে গুজব ছিল আগামীতে দর কমতে পারে।সূএ শেয়ারবিজ
অন্যদিকে লটারি বিজয়ী অনেকেই তাদের কাক্সিক্ষত দর পেয়ে শেয়ার ছেড়ে দেন। কিন্তু পরের কার্যদিবসেই লেনদেন শুরুর প্রথমেই এ শেয়ারের প্রচুর চাহিদা দেখা যায়। যার যের ধরে আবারও বিক্রেতার খরা দেখা যায়। ফলে শেয়ার লেনদেনও কমে যায়। পরের দিন তা দুই কোটিতে নেমে আসে। এভাবে টানা তিন কার্যদিবস ক্রমাগত রবির শেয়ার বিক্রি কমে যায়। সর্বশেষ গতকাল তা নেমে আসে ৩৬ লাখ ২৬ হাজার ৪৮৯টিতে।