প্রিয় পাঠকঃশেয়ার বাজারে সপ্তাহের শেষ দিনে সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে বড় ব্যবধানে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৫৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১৫৫ কোটি ৫৮ লাখ টাকা বেশি। বুধবার লেনদেন হয়েছিল ৬০২ কোটি ৭৪ লাখ টাকার।এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৬৯ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৭ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়েছে।বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৩৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২০টির, দর কমেছে ১১৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯৬টি কোম্পানির।