মঙ্গলবার, ৩০ মে ২০২৩

শেয়ার কিনবেন পেনিনসুলার উদ্যোক্তা

শেয়ার কিনবেন পেনিনসুলার উদ্যোক্তা

শেয়ার কিনবেন পেনিনসুলার উদ্যোক্তা

বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

 

 

২৭২ বার পড়া হয়েছে

প্রিয় পাঠকঃভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি দি পেনিনসুলা চিটাগং লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মাহবুব উর রহমান শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক মাহবুব উর রহমান এক লাখ ৩০ হাজার শেয়ার কিনবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজারদরে পাবলিক মার্কেট থেকে উল্লিখিতসংখ্যক শেয়ার কিনবেন তিনি।
কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ৩০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১১৮ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ১৪২ কোটি ৫১ লাখ টাকা। কোম্পানিটির মোট ১১ কোটি ৮৬ লাখ ৬৬ হাজার ৮০০ শেয়ার রয়েছে। ডিএসই’র সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের ৪৫ দশমিক ৪০ শতাংশ, প্রাতিষ্ঠানিক ১০ দশমিক ৪৭ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীর কাছে শূন্য দশমিক ১০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ৪৪ দশমিক শূন্য তিন শতাংশ শেয়ার রয়েছে।

ট্যাগ :

আরো পড়ুন