প্রিয় পাঠকঃসারাদেশে লকডাউনে সোমবার (২৮ জুন) থেকে বুধবার (৩০ জুন) পর্যন্ত আগের নিয়মে ব্যাংকিং কার্যক্রম চলবে। তবে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে দেশজুড়ে সর্বাত্মক লকডাউনে নতুন নিয়মে ব্যাংকে লেনদেন করা হবে।
সোমবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে লকডাউন ঘোষণা করে রোববার সরকার প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন জারির পর বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, আগামী ৩০ জুন পর্যন্ত আগের নিয়মে ব্যাংকিং কার্যক্রম চলবে। ১ জুলাই থেকে নতুন নিয়মে ব্যাংকের লেনদেন হবে। এ সংক্রান্ত সার্কুলার জারি বাংলাদেশ ব্যাংক।
জানা গেছে, সোমবার (২৮ জুন) থেকে বুধবার পর্যন্ত এই তিন দিন আগের মতোই সকাল ১০টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত ব্যাংকিং লেনদেন চলবে।
এর আগে ২৬ জুন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন দেওয়া হয়েছে। তবে আমাদের অর্থবছর শেষ হচ্ছে। অ্যাকাউন্ট সেকশন, এনবিআর রিলেটেড অফিসগুলো সীমিত পরিসরে খোলা থাকবে।