প্রিয় পাঠকঃপ্রণোদনা দ্বিগুণ হওয়ায় সচল হয়েছে রেমিট্যান্সের চাকা। গত অক্টোবরের পর চলতি মাসেও প্রবাসী আয়ের পালে সুবাতাস লেগেছে। প্রথম ১০ দিনেই দেশে এসেছে ৭৯ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার। এ হিসাবে গড়ে দৈনিক পৌঁছেছে ৭ কোটি ৯৪ লাখ ডলার।
রোববার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, চলমান নভেম্বরে রেমিট্যান্সের গতি বেড়েছে। প্রথম ১০ দিনে দেশে ৭৯ কোটি ৪৪ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগের মাসের প্রথম ১৩ দিনে যা ছিল ৭৮ কোটি ১২ লাখ ডলার। আর গত সেপ্টেম্বরের ১৫ দিনে ৭৩ কোটি ৯৯ লাখ ডলার পাঠিয়েছিলেন তারা।
অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন, গত ২২ অক্টোবর থেকে অধিক হারে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা। ইতোমধ্যে প্রতি ডলারে আড়াই শতাংশ প্রণোদনা কার্যকর করেছে সরকার।
তারা আরও বলেন, সেই সঙ্গে বাড়তি আরও আড়াই শতাংশ ইনসেন্টিভ দেয়ার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এরই মধ্যে তা বাস্তবায়ন করেছে বাণিজ্যিক ব্যাংকগুলো। ফলে মোট ৫ শতাংশ প্রণোদনা পাচ্ছেন প্রবাসীরা। এতেই মূলত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
Sorry. No data so far.
Sorry. No data so far.