প্রিয় পাঠকঃন্যাশনাল ব্যাংকের গুলশান করপোরেট শাখা থেকে গত ২৮ ডিসেম্বর রাত ৮টার পর এক গ্রাহককে নগদ ২২ কোটি ৬০ লাখ টাকা দেয়া হয়। এ ঘটনায় ব্যাংকটির গুলশান শাখার ম্যানেজারকে তলব করেছেন হাইকোর্ট।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি আদালতের নজরে আনেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান।
আগামী ১২ মার্চ ব্যাংকটির গুলশান শাখার ম্যানেজারকে তলব করা হয়েছে। একইসঙ্গে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
সাধারণত ব্যাংকিং লেনদেন হয়ে থাকে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। এই সময়ের মধ্যেই ব্যাংকে টাকা জমা দেয়া ও উত্তোলনের মতো লেনদেন কার্যক্রম হয়ে থাকে। কিন্তু গত ২৮ ডিসেম্বর ন্যাশনাল ব্যাংকের গুলশান করপোরেট শাখা রাত ৮টার পর এক গ্রাহককে নগদ ২২ কোটি ৬০ লাখ টাকা দিয়েছে।
বাংলাদেশ ব্যাংক বলছে, নির্ধারিত সময়ের পর নগদ লেনদেন করে ব্যাংকের কর্মকর্তারা গুরুতর অনিয়ম করেছেন, যা শাস্তিযোগ্য অপরাধ। এ জন্য ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।