শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

রবির অভিষেকেই চাঙা শেয়ারবাজার

রবির অভিষেকেই চাঙা শেয়ারবাজার

রবির অভিষেকেই চাঙা শেয়ারবাজার

বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

 

 

৭৬৩ বার পড়া হয়েছে

প্রিয় পাঠক: শেয়ারবাজারে রবির অভিষেকটা বেশ ভালোভাবেই হয়েছে। আজ বৃহস্পতিবার রবির অভিষেকের দিনে সূচক ও লেনদেনে ছিল ব্যাপক চাঙাভাব। সে কারণে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮৫ পয়েন্ট বা প্রায় পৌনে দুই শতাংশ বেড়েছে। লেনদেন ছাড়িয়েছে ১ হাজার ৪০০ কোটি টাকা। যদিও লেনদেন ও সূচকের ওপর রবির তেমন কোনো প্রভাবই ছিল না। রবির অভিষেকের দিনে সব কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধি ঘটায় সূচক ও লেনদেনে বড় উত্থান ঘটেছে এদিন।
ঢাকার বাজারে আজ লেনদেন হওয়া ৩৬০টি প্রতিষ্ঠানের মধ্যে ২০৮টিরই দাম বেড়েছে। অপরিবর্তিত ছিল ৭৮টির। আর দাম কমেছে ৭৪টির। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ ভালো মৌলভিত্তির বড় মূলধনী কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়েছে এদিন, যার প্রভাবে সূচকে বড় উত্থান ঘটে। আজ ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৪০৫ কোটি টাকা। গত চার মাসের মধ্যে এটি সর্বোচ্চ লেনদেন। এর আগে সর্বশেষ গত ১৭ আগস্ট ডিএসইতে ১ হাজার ৪০৮ কোটি টাকার লেনদেন হয়েছিল।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি বেড়েছে ২৪৫ পয়েন্ট বা পৌনে দুই শতাংশ। সেখানকার বাজারে আজ লেনদেনের পরিমাণ ছিল ৭৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ২১ কোটি টাকা বেশি। দুই বাজারেই আজ থেকে দেশের দ্বিতীয় শীর্ষ মুঠোফোন অপারেটর রবি আজিয়াটার লেনদেন শুরু হয়।
আইপিওতে কোম্পানিটি প্রতিটি শেয়ার ১০ টাকায় বিক্রি করেছিল। প্রথম দিনেই সেই ১০ টাকার শেয়ারের দাম বেড়েছে ৫ টাকা বা ৫০ শতাংশ। নিয়ম অনুযায়ী, নতুন তালিকাভুক্ত হওয়া কোম্পানির শেয়ারের দাম প্রথম দিনে ৫০ শতাংশের বেশি বাড়তে পারে না। দিনের সেই সর্বোচ্চ দামেই লেনদেন শুরু হয় রবির শেয়ারের।

ট্যাগ :

আরো পড়ুন