প্রিয় পাঠকঃমোবাইল অপারেটরদের কাছে ৭ হাজার ৬৩৪ কোটি টাকায় তরঙ্গ বিক্রি করল সরকার। সোমবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নিলামে এই পরিমাণ টাকায় ২৭ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গ বিক্রি হয়। পাঁচ বছরের কিস্তিতে অপারেটরদের কাছ থেকে টাকাগুলো পাওয়া যাবে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ নিলাম অনুষ্ঠিত হয়।
বেতার তরঙ্গ নিলামে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ও রবির মধ্যে। দিন শেষে অবশ্য জয় হয়েছে গ্রামীণফোনের। ইতিহাসে সর্বোচ্চ মূল্য দিয়ে বেতার তরঙ্গ কেনার রেকর্ড গড়েছে গ্রামীণফোন।
জানা গেছে, নিলামে অংশ নিয়ে মোবাইল অপারেটর গ্রামীণফোন (জিপি) ১০ দশমিক ৪, রবি আজিয়াটা ৭ দশমিক ৬ ও বাংলালিংক ৯ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গ কেনে। তবে সরকারি অপারেটর টেলিটক কোনো তরঙ্গ কিনতে পারেনি। সব মিলিয়ে নিলাম শেষে গ্রামীণফোনের তরঙ্গ ৪৭ দশমিক ৪, রবির ৪৪, বাংলালিংকের ৪০ ও টেলিটকের ২৫ দশমিক ২ মেগাহার্টজ দাঁড়িয়েছে।
বিটিআরসি সূত্র জানায়, সোমবার নিলামে বরাদ্দকৃত বেতার তরঙ্গের মোট মূল্য প্রায় ৭ হাজার ৬৩৩ কোটি টাকা। বরাদ্দ এই বেতার তরঙ্গের মূল্য ১৫ বছর মেয়াদে নির্ধারিত। কিন্তু তিনটি অপারেটরই সাড়ে পাঁচ বছর মেয়াদে বরাদ্দ নিতে চায়। ফলে মোট মূল্য থেকে বেশ কিছু অংক কমে যাবে। তবে শেষ ৫ মেগাহার্টজের ব্লকে যেভাবে মূল্য বাড়ছে, তার ফলে বিটিআরসি প্রত্যাশার বেশি মূল্য পাবে। একই সঙ্গে ভবিষ্যতে ৫জির জন্য বেতার তরঙ্গের ভিত্তি মূল্যও বড় অংকে বেড়ে যাবে।
সোমবার বিটিআরসি নিলামে তোলে ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডের ৭ দশমিক ৪ মেগাহার্টজ আর ২১০০ মেগাহার্টজ ব্যান্ডের ২০ মেগাহার্টজ পরিমাণ বেতার তরঙ্গ। নিলামে অংশ নেয় দেশের চার মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, রবি, বাংলালিংক এবং টেলিটক। সকালে নিলামের শুরু হয় ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডের বেতার তরঙ্গে দর হাঁকার মধ্য দিয়ে। এ ব্যান্ডে তেমন কোন লড়াই হয়নি। দ্রুততম সময়ের মধ্যেই ৩১ মিলিয়ন মার্কিন ডলার প্রতি মেগাহার্টজ (১৫ বছর য়েমাদে) দরে গ্রামীণফোন শূন্য দশমিক চার মেগার্হাটজ, রবি দুই দশমিক দুই মেগাহার্টজ এবং বাংলালিংক চার দশমিক চার মেগাহার্টজ পরিমাণ বেতার তরঙ্গ বরাদ্দ নিয়ে নেয়।
এরপর শুরু হয় ২১০০ মেগাহার্টজ ব্যান্ডের ২০ মেগাহার্টজ বেতার তরঙ্গে নিলাম। প্রথম পর্বে ৫ মেগাহার্টজ করে তিন অপারেটর গ্রামীণফোন, রবি ও বাংললিংক তিনটি ব্লকে বেতার তরঙ্গ বরাদ্দ নেয় প্রতি মেগাহার্টজ ২৯ মিলিয়ন মার্কিন ডলার দরে (১৫ বছর মেয়াদে)। শেষে বাকি থাকে ২১০০ ব্যান্ডে ৫ মেগাহার্টজের আর একটি ব্লক। এই ব্লক নিয়েই শুরু হয় গ্রামীণফোন ও রবির মধ্যে তীব্র লড়াই। শুরুতে অবশ্য রাষ্ট্রায়াত্ত অপারেটর টেলিটকও দর হাঁকিয়ে যায় পাল্লা দিয়ে। কিন্তু দর ৩১ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত দর হাঁকার পর রণে ভঙ্গ দেয় টেলিটক। এরপর গ্রামীণফোন আর রবির রুদ্ধশ্বাস লড়াই শুরু হয়। শেষ পর্যন্ত জয় হয় গ্রামীণফোনের।