মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩

যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা পেতে রুশনারা ও রুপাকে পাশে চায় বিজিএমইএ

যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা পেতে রুশনারা ও রুপাকে পাশে চায় বিজিএমইএ

যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা পেতে রুশনারা ও রুপাকে পাশে চায় বিজিএমইএ

সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

 

 

২৪১ বার পড়া হয়েছে

প্রিয় পাঠকঃযুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা পেতে রুশনারা ও রুপাকে পাশে চেয়েছে বিজিএমইএ।রোববার লন্ডনে এক বৈঠকে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান রুশনারা আলী এবং রুপা হকের কাছে এই সহায়তা চেয়েছেন বলে বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ রাজনীতিবিদরাও উপস্থিত ছিলেন। ফারুক হাসান বাংলাদেশের উন্নয়নে অনাবাসী বাংলাদেশীদেরকে (এনআরবি) যুক্ত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পোশাক শুল্ক্কমুক্ত রপ্তানি সুবিধা পেয়ে থাকে। বিশ্ববাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী, এলডিসি থেকে উন্নয়নশীর দেশের তালিকায় উন্নীত হওয়ায় ২০২৬ সালের পর বাংলাদেশের আর এই সুবিধা পাওয়ার কথা নয়।

বাংলাদেশ সরকার ও পোশাক শিল্প মালিকরা এই সুবিধা অব্যাহত রাখতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সে ব্যাপারেই বাংলাদেশি বংশদ্ভুত দুই এমপি রুশনারা আলী এবং রুপা হকের সহযোগিতা চেয়েছে বিজিএমইএ।

ট্যাগ :

আরো পড়ুন