প্রিয় পাঠকঃযত দিন পর্যন্ত দেশে অপ্রদর্শিত অর্থ প্রদর্শিত না হয়, বাজেটে তত দিন বৈধ করার সুযোগ দেবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।বুধবার দুপুরে অর্থনৈতিক বিষয় ও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, যুগোপযোগী নীতির কারণেই দেশে টাকা অপ্রদর্শিত থাকে। তাই দেশের স্বার্থেই এসব টাকা অর্থনীতির মূল স্রোতে আসা দরকার। অর্থনীতির জন্যই আগামী বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ থাকবে। নতুন বাজেট হবে করোনা মোকাবিলা করে এক নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ের বাজেট। আগামী বাজেট হবে সাধারণ মানুষের বাজেট।
এর আগে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ৯টি প্রস্তাব অনুমোদিত হয়। যাতে মোট খরচ হবে ৮ হাজার ৭শ’ ৮৪ কোটি ২৮ লাখ ৪৩ হাজার ৯৩ টাকা। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত বৈঠকে ২টি প্রস্তাব অনুমোদন হয়।
কমিটির অনুমোদিত প্রকল্প অনুযায়ী কেন্দ্রীয় ঔষধাগার সরাসরি পদ্ধতিতে ৪০টি অক্সিজেন জেনারেটর কিনবে। একই পদ্ধতিতে চীনের সিনোভ্যাকের কাছ থেকে ভ্যাকসিন সংগ্রহ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়।
Sorry. No data so far.
Sorry. No data so far.