প্রিয় পাঠকঃবাংলাদেশ ব্যাংকের হিসেবে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন কমেছে। দুই মাস ধরে লেনদেনের এ পরিস্থিতি বিরাজ করছে। হালনাগাদ পরিসংখ্যানে দেখা যায়, জুলাইর চেয়ে আগস্টে এক হাজার ৭২৩ কোটি টাকা কম লেনদেন হয়েছে। আগস্টে মোবাইল ব্যাংকিংয়ে ৮৭ হাজার ৪৪৬ কোটি টাকা লেনদেন হয়েছে। জুলাই মাসে ৮৯ হাজার ১৬৯ কোটি টাকা আর জুনে লেনদেন হয় ৯৪ হাজার ২৯৩ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে মোবাইল আর্থিক সেবায় (এমএফএস) রয়েছে বিকাশ, রকেট, এমক্যাশ, উপায়সহ দেশে বর্তমানে ১৩টি প্রতিষ্ঠান। অপরদিকে হিসেবের বাইরে রয়েছে ডাক বিভাগের সেবা ‘নগদ’। যা এমএফএস এর মত একই ধরনের সেবা দিচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এটিকে স্বাভাবিক হিসেবেই দেখছেন। তাদের মতে জুন মাসে ঈদ গেছে। ওই সময় বেশি লেনদেন হয়েছে। সাধারণত ঈদ-পরবর্তী সময়ে লেনদেন কমে আসে। ঈদের আগের মাস জুনে মানুষ কেনাকাটা বেশি করেছে। বেতন-বোনাস মোবাইল ব্যাংকিংয়ে দেয়ায় লেনদেনে বেড়ে যায়। ঈদের পর জুলাই-আগস্ট মাসে লেনদেনটা কম হয়- এটা ব্যতিক্রম কিছু নয়।
তাদের তথ্য মতে, চলতি বছরের আগস্ট মাসে যে লেনদেন হয়েছে, তা গত বছরের একই সময়ের চেয়ে ১৬ হাজার ২১৭ কোটি টাকা বেশি।
গত বছরের আগস্টে টাকা জমা, উত্তোলন, স্থানান্তর, পরিশোধ, বিল পরিশোধ সবকিছু মিলে লেনদেন হয়েছে ৭১ হাজার ২২৯ কোটি টাকা।
মোবাইল ব্যাংকের মাধ্যমে দৈনন্দিন কেনাকাটা, গ্যাস-বিদ্যুৎ-পানিসহ বিভিন্ন বিল পরিশোধ ও মোবাইলে রিচার্জসহ নানা ধরনের সেবা মিলছে।