প্রিয় পাঠকঃ‘অন্তর্বর্তী সরকার বেশ কিছু বিষয়ে নিরপেক্ষতা রক্ষা করতে পারছে না’–বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্যে ১/১১ সরকার গঠনের ইঙ্গিত দেখছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ কথা লেখেন।
নাহিদ ইসলাম লিখেছেন, ‘বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। ১/১১ এর বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা ১/১১ সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম-খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে।’
ঊনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ আসাদের ৫৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, ‘অন্তর্বর্তী সরকার বেশ কিছু বিষয়ে নিরপেক্ষতা রক্ষা করতে পারছে না।’
Sorry. No data so far.
Sorry. No data so far.