শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

মামুনুল হক ৭ দিনের রিমান্ডে

মামুনুল হক ৭ দিনের রিমান্ডে

মামুনুল হক ৭ দিনের রিমান্ডে

সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

 

 

৩৬৫ বার পড়া হয়েছে

প্রিয় পাঠকঃসোমবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী মোহাম্মদপুর থানায় নাশকতা মামলায় রিমান্ড শুনানি শেষে তার সাতদিনের মঞ্জুর করেন। এর আগে বেলা সোয়া ১১টার দিকে আদালতে নেওয়া হয়। মামুনুল হকের পক্ষে জামিন আবেদন করলে আদালত তা না মঞ্জুর করেন।
এর আগে রোববার (১৮ এপ্রিল) দুপুরে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে প্রথমে তেজগাঁও বিভাগের উপ-কমিশনারের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে, রাত ১১টার দিকে তেজগাঁও থানা থেকে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয় এবং গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মামুনুল হককে ২০২০ সালের মোহাম্মদপুর থানা এলাকার একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ থেকে ভাঙচুর ও নাশকতার মামলার চার্জশিটভুক্ত আসামি তিনি। মামুনুলের বিরুদ্ধে রাজধানীতে ১৭টিসহ সোনারগাঁও থানায়ও মামলা রয়েছে।
আলোচিত হেফাজত নেতা মামুনুল হক ওয়াজের নামে তার নানান বক্তব্যে আলোচনায় আসেন। সবশেষ স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর ঘিরে ঢাকাসহ বিভিন্নস্থানে ভাঙচুর, পরে তার রিসোর্টকাণ্ডের মাধ্যমে আবারও আলোচনায় আসেন বিতর্কিত এই বক্তা।

ট্যাগ :

আরো পড়ুন