প্রিয় পাঠকঃবাজারে বেড়েই চলছে ভোজ্য তেলের দাম। এক সপ্তাহের ব্যবধানে আবারো লিটারে বেড়েছে ৫ টাকা। ৫ লিটার বোতলজাত তেল বিক্রি হচ্ছে ৬২০ টাকারও বেশি। এদিকে আমদানির চাল আসার পরও কমছে না চালের দাম।
ছুটির দিনে রাজধানীর কাঁচাবাজারে ক্রেতা সমাগমের পাশাপাশি পণ্যের সরবরাহও থাকে বেশি। তবে সবার নজর আলাদাভাবে ভোজ্য তেলের প্রতি। কয়েক মাস তেলের বাজারে নিয়ন্ত্রণহীন। গত সপ্তাহে প্রতি লিটার বোতলজাত তেল ১২৫ টাকায় বিক্রি হলেও এখন তা ১৩০ টাকা। আর ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো বেঁধে দিয়েছে ৬২০ থেকে ৬৩০ টাকা।
একজন ক্রেতা জানান, গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি লিটার তেলে দাম বেড়েছে ৫ টাকা। এখন দেখা যাচ্ছে, তেলের দাম বেড়েই চলচ্ছে। এছাড়া, চাল আমদানি করা হলেও দাম কমছে না। সরকারের এদিকে নজরদারি বাড়ানো উচিত।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবির হিসাবে, গত ৫ মাসে দাম বেড়েছে লিটারে প্রায় ৩০ টাকা। তেল কিনতে গিয়ে বিপাকে ভোক্তারা।কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাবের সভাপতি গোলাম রহমান বলেন, তেলের দাম নিয়ন্ত্রণে এখনই সঠিক তদারকি করা প্রয়োজন।এদিকে, চাল আমদানি হলেও সুফল নেই বাজারে। এখনো চাড়া দাম গুণতে হচ্ছে ক্রেতাদের।
Sorry. No data so far.
Sorry. No data so far.