প্রিয় পাঠকঃবাজারে যে নিত্যপণ্যেরই সংকট দেখা দেবে, সেই পণ্য আমদানিতেই শুল্ক কম রাখার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে এনবিআরকে এ নির্দেশনা দেয়া হয়েছে।
পরে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ভোক্তা পর্যায়ে ভোজ্যতেলে ভ্যাট মওকুফের চার দিন পর প্রজ্ঞাপন জারি হচ্ছে আজ। এর আগে, সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালি অনুষ্ঠিত এ বৈঠকে গণভবন থেকে যোগ দেন প্রধানমন্ত্রী আর সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যোগ দেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।
বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, ভোক্তা পর্যায়ে ভোজ্যতেলে শুল্ক মওকুফের চার দিন পর সোমবার জারি হচ্ছে প্রজ্ঞাপন। বাজার পরিস্থিতি বিবেচনা করে ভোজ্যতেল, চিনিসহ অন্যান্য নিত্যপণ্যের আমদানি পর্যায়ে শুল্ক কমানোর নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, যেসব পণ্যের সংকট থাকবে, সেগুলোরই শুল্ক কমিয়ে আনতে বলা হয়েছে। তবে একেবারে তুলে নেয়া যাবে না। এর আগে, খুচরা পর্যায়ে ভোজ্যতেলের শুল্ক মওকুফের ঘোষণা দেন অর্থমন্ত্রী।