শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫

ভারতকে টপকে গেছে বাংলাদেশ

ভারতকে টপকে গেছে বাংলাদেশ

ভারতকে টপকে গেছে বাংলাদেশ

শনিবার, ৬ মার্চ, ২০২১

 

 

৬৬৬ বার পড়া হয়েছে

প্রিয় পাঠকঃঅর্থনৈতিক নির্ভরশীলতা সূচকে ভারতকে টপকে গেছে বাংলাদেশ।তবে এখনও রয়ে গেছে প্রায় নির্ভরশীল দেশের তালিকায়, বৈশ্বিক অবস্থান ১২০। ওয়াশিংটনভিত্তিক থিংকট্যাংক হেরিটেজ ফাউন্ডেশন তাদের বার্ষিক প্রতিবেদনে বিশ্বের মুক্ততম অর্থনীতিগুলোর তালিকা প্রকাশ করেছে। মোট ৫টি ক্যাটাগরিতে স্থান পেয়েছে ১৭৮টি দেশ। অর্থনীতিগুলোকে মুক্ত, অধিকাংশ ক্ষেত্রে মুক্ত, প্রায় মুক্ত, প্রায় নির্ভরশীল এবং পুরোপুরি নির্ভরশীল ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ইরাক, লিবিয়া, লিখেনেস্টাইন, সোমালিয়া, সিরিয়া ও ইয়ামেন কোনও তালিকাতেই স্থান পায়নি।
এই তালিকায় বাংলাদেশের স্কোর ৫৬.৫। মোট ৪টি ক্যাটাগরিতে ১২টি ভ্যারিয়েবলের উপর স্কোর নির্ধারিত হয়েছে। এই ৪ ক্যাটাগরি হলো আইনের শাসর, সরকারের আকার, নীতিনির্ধারকের সক্ষমতা এবং মুক্তবাজার।
বাংলাদেশ সবচেয়ে খারাপ করেছে আইনের শাসনে। সম্পদের অধিকারে স্কোর ৩৮, বিচারিক কার্যকারিতায় ৩৫.৪ এবং সরকারের ইন্টিগ্রিটিতে ২৭.৭। সবচেয়ে ভালো করেছে সরকারের আকারে। করের বোঝায় ৮৪, সরকারি খরচে ৯৩.৮ এবং আর্থিক স্বাস্থ্যে স্কোর ৬৬,৩। ব্যবসায়িক স্বাধীনতায় ৫৫.৬, শ্রমের স্বাধীনতায় ৬৮.৮ এবং আর্থিক স্বাধীনতায় ৬৯.৯। ব্যবসায়িক স্বাধীনতায় স্কোর ৬৩.৪. বিনিয়োগের স্বাধীনতায় ৪৫ এবং আর্থিক স্বাধীনতায় স্কোর ৩০।[৫] ভারতের চেয়ে বাংলাদেশ একধাপ এগিয়ে থাকলেও দুদেশের স্কোর সমান। এইক্ষেত্রে বিশ্বের শীর্ষ ৫ দেশ হলো; সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড ও আয়ারল্যান্ড। পিছিয়ে থাকা ৫ দেশ হলো জিম্বাবুয়ে, সুদান, কিউবা, ভেনেজুয়েলা ও উত্তর কোরিয়া।

ট্যাগ :

  • Sorry. No data so far.

  • Sorry. No data so far.

আরো পড়ুন