প্রিয় পাঠকঃ তৈরি পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ ২০২১-২৩ মেয়াদের পরিচালনা পর্ষদে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন ড. রুবানা হক ও তার ছেলে নাভিদুল হক। ফোরাম প্যানেল থেকে মা-ছেলে সহ মোট ১১জন পরিচালক পদে নির্বাচিত হন।
রোববার অনুষ্ঠিত নির্বাচনে বিজিএমইএর ঢাকা ও চট্টগ্রামে মোট ৩৫টি পরিচালক পদের বাকি ২৪টিতে বিজয়ী হয়েছে সম্মিলিত পরিষদ। এসময় দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ১৫৭টি ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন সভাপতি রুবানা হক। ৯৪৩ ভোটে পরিচালক পদে জয়ী হন নাভিদুল হক।
এর আগে ২০১৯ সালে বিজিএমইএর প্রথম নারী সভাপতি হিসেবে নির্বাচিত হন ড. রুবানা হক। ২০০৪ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন রুবানা হকের স্বামী প্রয়াত আনিসুল হক।
রুবানা হক বলেন, মানুষ হিসেবে নাভিদুল হক অনেক ভালো। আশা করি সে তার শিক্ষা, নিষ্ঠা ও সততা দিয়ে সংগঠনের পর্ষদে কাজ করবে।
নাভিদুল হক বলেন, বাবা-মার কারণেই আজকের অবস্থানে আসতে পেরেছি। এছাড়াও আমাকে যোগ্যতার প্রমাণ দিতে হয়েছে। তাদের সুনাম নষ্ট হবে এমন কাজ কখনোই করব না।