প্রিয় পাঠকঃবিজিবি ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া মন্তব্য করেছেন, সীমান্তে বিএসএফের মোকাবিলায় বিজিবি যথেষ্ট শক্তিশালী এবং প্রস্তুত। তিনি বলেন, ‘বিজিবিই সীমান্তে বিএসএফকে মোকাবেলা করতে সক্ষম। আমরা প্রথমে প্রতিরোধ করব, প্রয়োজনে ১৮ কোটি মানুষ এক হয়ে যুদ্ধ করবে। আমাদের জীবন দিয়ে হলেও আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষা করব।’
তিনি আরও বলেন, ‘তবে সীমান্তে নো ম্যানস ল্যান্ডে ভিড় করবেন না, কারণ আমাদের লক্ষ্য নিরাপত্তা নিশ্চিত করা।’
বিজিবির উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে অনুষ্ঠিত একটি জনসচেতনতামূলক সভায় এ মন্তব্য করা হয়। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা বিওপির আওতায় বাখোরআলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা হয়।সভায় স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘বিজিবি সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করবে, তবে সীমান্তে মাদক বা চোরাচালানে যুক্ত হওয়া থেকে সবাইকে বিরত থাকতে হবে।’
Sorry. No data so far.
Sorry. No data so far.