জুবায়ের সিদ্দিকীঃসম্প্রতি তৃণমূলের আড়াই হাজার নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেছে বিএনপি।দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার লক্ষ্যেই বিএনপি এই মতবিনিময় করেছে বলে জানিয়েছেন বিএনপির হাইকমান্ড।গত ১৫ দিনে মাঠ পর্যায়ের প্রায় আড়াই হাজার সাবেক ও বর্তমান জনপ্রতিনিধির মতামত গ্রহন করতে বিএনপির এই আয়োজন।
আড়াইহাজার জনপ্রতিনিধির পাশাপাশি এই মতবিনিময় কর্মসুচীতে স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। এছাড়া দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে সরকার বিরোধী আন্দোলনের লক্ষ্য নিয়ে মাঠ পর্যায়ের জনপ্রতিনিধিদের সাথে এ মতবিনিময় করেন।তৃণমূলের নেতাদের চাওয়া পাওয়া বিএনপির কেন্দ্রীয় নেতাদের অজানা নয়। এখন দেখার বিষয় নির্বাচনের সময় ঘনিয়ে এলে কি করবে বিএনপি।
বিএনপি নেতারা বলছেন, বিএনপি কি নির্বাচনে যাবে নাকি আন্দোলনের পথে হাঁটছে সময় বলে দেবে। তবে তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, বিএনপিকে বলতে ইচ্ছে করছে “এই পথ যদি শেষ না হয়, তবে কেমন হবে বিএনপি”