প্রিয় পাঠকঃবাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমানকে বৈদেশিক রিজার্ভ ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে। বাংলাদেশ ব্যাংক সূত্র জানা যায়, ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাছের বৈদেশিক রিজার্ভ ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব পেয়েছেন।
চলতি অর্থবছরে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের সংকটের মধ্যেই কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক রিজার্ভ ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব পালনকারী শীর্ষ কর্মকর্তার পদে পরিবর্তন এল।
কাজী ছাইদুর রহমান ২০২০ সালের ২২ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হন। ডেপুটি গভর্নর হিসেবে তিনি বৈদেশিক রিজার্ভ ব্যবস্থাপনা বিভাগ ছাড়াও বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো, ঋণ ব্যবস্থাপনা বিভাগ, দুটি ব্যাংকিং পরিদর্শন বিভাগ, মুদ্রা ব্যবস্থাপনা বিভাগ, ফিন্যান্সিয়াল ইন্টেগ্রিটি ও গ্রাহক পরিষেবা বিভাগ, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ, মানবসম্পদ বিভাগ ও নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব পালন করছেন।
Sorry. No data so far.
Sorry. No data so far.