বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩

বাংলাদেশসহ ১২ দেশকে ভ্যাকসিন কিনতে অর্থ সাহায্য দেবে বিশ্বব্যাংক

বাংলাদেশসহ ১২ দেশকে ভ্যাকসিন কিনতে অর্থ সাহায্য দেবে বিশ্বব্যাংক

বাংলাদেশসহ ১২ দেশকে ভ্যাকসিন কিনতে অর্থ সাহায্য দেবে বিশ্বব্যাংক

রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

 

 

৩৬১ বার পড়া হয়েছে

প্রিয় পাঠকঃবাংলাদেশসহ ১২টি দেশকে করোনা ভ্যাকসিনের জন্য ১৬০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক। আগামী মাসের মধ্যে উন্নয়ন সহযোগী সংস্থাটির পর্ষদে এ তহবিলের অনুমোদন দেয়া কথা রয়েছে।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দরিদ্র দেশগুলো যাতে আরও বেশি ভ্যাকসিন পায়, সে লক্ষ্যে কাজ করছে তার সংস্থা। একই সঙ্গে সংস্থার এক হাজার দুইশো কোটি ডলার কর্মসূচির আওতায় ভ্যাকসিন কেনা ও উৎপাদকদের সঙ্গে চুক্তি করা হচ্ছে। যার আওতায় দরিদ্র দেশগুলোর জন্য আরো বেশি ভ্যাকসিন নিশ্চিত করা হবে।
তিনি আরও জানান, বাংলাদেশ ছাড়া বাকি দেশগুলোর মধ্যে রয়েছে ফিলিপাইন, তিউনিশিয়া ও ইথিওপিয়া মত দরিদ্র দেশ। দ্রুততম সময়ের মধ্যে আরও ৩০টি দেশের জন্য একই রকম তহবিল গঠন করা হবে বলেও জানিয়েছেন বিশ্বব্যাংক প্রধান। টিকা কোথায় কিভাবে যাচ্ছে, সে বিষয়ে উৎপাদনকারী ওষুধ কোম্পানিগুলোকে আরও স্বচ্ছ ও উন্মুক্ত থাকার আহ্বান জানান তিনি।

ট্যাগ :

আরো পড়ুন