প্রিয় পাঠকঃরাজধানীর বনানী ক্লাব থেকে বিএনপির ৫৪ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশের অভিযোগ, গোপন বৈঠক করে রাষ্ট্রবিরোধী পরিকল্পনা করছিলেন তারা।
রোববার (১৯ মার্চ) রাত ১টার দিকে তাদের আটক করা হয় বলে জানান বনানী থানার ডিউটি অফিসার এসআই সিদ্দিক।
তিনি বলেন, রোববার দিবাগত রাত ১টার দিকে দেশের বিভিন্ন জেলার বিএনপির নেতৃবৃন্দ রাষ্ট্রবিরোধী পরিকল্পনার জন্য বনানী ক্লাবে গোপন বৈঠক করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বনানী ক্লাবে অভিযান চালিয়ে বিএনপির ৫৪ নেতাকর্মীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের নামে বনানী থানায় রাষ্ট্রবিরোধী পরিকল্পনার মামলা হতে পারে।